বিদেশে এখন
0

ডেমোক্র্যাট প্রার্থীর জন্য বারাক ওবামার আনুষ্ঠানিক প্রচারণা শুরু

ব্যাটেলগ্রাউন্ড স্টেটগুলোয় ট্রাম্পের চেয়ে ৫০ শতাংশ প্রচারণা কম করেছেন কামালা। তাই আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাট প্রার্থীর জন্য প্রচারণা শুরু করলেন বারাক ওবামা। পেনসিলভেনিয়ায় এক সভায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেন, নিজের অর্থ আর ইগো নিয়ে সবসময় ব্যস্ত থাকেন রিপাবলিকান প্রার্থী। এদিকে নেভাডায় কামালা হ্যারিস জানান, নির্বাচিত হলে অভিবাসীদের জন্য কাজ করবে তার সরকার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ধ্বংসের জন্য বাইডেন-হ্যারিস প্রশাসনকে দায়ী করেছেন ট্রাস্প।


শান্তিতে নোবেল পুরস্কার জয়ী সবশেষ মার্কিন প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। চলতি শতাব্দীর প্রেসিডেন্টের মধ্যে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন এই নেতা। এবার ডেমোক্রেট প্রার্থী কামালা হ্যারিসের নির্বাচনী প্রচারণায় আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট।

ব্যাটেলগ্রাউন্ড স্টেট পেনসিলভেনিয়ার ইউনিভার্সিটি অফ পিটসবার্গে উপস্থিত হওয়ার সাথে সাথেই ওবামাকে স্বাগত জানান সমর্থকরা। এ সময় সমাবেশ স্থলে সমর্থকদের সঙ্গে সেলফি তোলার পাশাপাশি নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন ওবামা। সাবেক প্রেসিডেন্ট অভিযোগ করেন, নিজের অর্থ আর ইগো নিয়ে সবসময় ব্যস্ত থাকেন ট্রাম্প, জনগণকে ধোঁকা দেয়ার বিভিন্ন নজির স্থাপন করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলের, ‘প্রথমবারের মতো ডায়াপার কেনার কথা মনে আছে। এখনও স্মরণ করতে পারি, মেলিয়া জন্মের পরপরই আমি দোকানে ডায়াপার কিনতে যাই। কত ডলার দিয়ে কিনেছি, কীভাবে ডায়াপার পরিবর্তন করেছি তাও মনে আছে। আপনাদের কী মনে হয়, ট্রাম্প তার সন্তানদের ডায়াপার কখনো পরিবর্তন করেছেন? আমি প্রায় বলেই ফেলেছিলাম। কিন্তু না বলার সিদ্ধান্ত নিয়েছি।’

এদিকে, নেভাডার লাসভেগাসে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন কামালা হ্যারিস। এসময় টাউন হলে বক্তৃতায় বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেন ডেমোক্রেট প্রার্থী। জানান, নির্বাচিত হলে অভিবাসীদের জন্য কাজ করে যাবে তার সরকার। সামাজিক সুরক্ষা আইন বাতিলে ট্রাম্প ৬০ বার অপচেষ্টা চালিয়েছেন বলেও অভিযোগ করেন কামালা।

ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস বলেন, ‘অভিবাসীদের ভয়ের মধ্যে রাখার কোনো যৌক্তিকতা নেই। তবে তাদের নাগরিকত্ব পাওয়ার সক্ষমতা অর্জন করতে হবে। বছরের পর বছর ধরে স্বপ্নবাজ মানুষের জন্য কাজ করে এসেছি। এবং সামনেও তাদের জন্য লড়াই অব্যাহত রাখবো।’

প্রচারণায় পিছিয়ে নেই ডোনাল্ড ট্রাম্পও। মিশিগানের ডেট্রোয়েটে এক অনুষ্ঠানে অংশ নেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী। এসময় তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি ধ্বংসের জন্য দায়ী বাইডেন-হ্যারিস প্রশাসন।

রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘চার বছর আগে ক্ষমতা ছাড়ার সময় মূল্যস্ফীতি ছিল না। একবার চিন্তা করুন, চার বছর মূল্যস্ফীতিই ছিল না। তাই জনগণের উপার্জিত অর্থ জনগণেরই ছিল। সরকারকে অতিরিক্ত কর দিতে হতো না। কিন্তু বাইডেন-হ্যারিস প্রশাসনের অধীনে মূল্যস্ফীতির কারণে পুরো অর্থনীতিতে বিপর্যয় নেমে এসেছে।’

ক্যাম্পেইন ট্র্যাকার ওয়েবসাইট ভোটহাবের তথ্য বলছে, প্রার্থী হিসেবে লড়ার ঘোষণার পর থেকে ৪৮টি নির্বাচনী সভা করেছেন ডোনাল্ড ট্রাম্প। বিপরীতে কামালার প্রচারণা সভার সংখ্যা মাত্র ৩৯টি। ৭টি স্যুইং স্টেটেও ডেমোক্র্যাট প্রার্থীর চেয়ে ৫০ শতাংশ বেশি প্রচার চালিয়েছেন রিপাবলিকান প্রার্থী।

ইএ