বিদেশে এখন
0

হারিকেন হেলেনের তাণ্ডবে প্রাণহানি ১৩০ জন, নিখোঁজ ৬ শতাধিক

হারিকেন হেলেনের তাণ্ডবে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকা। প্রাণহানি দাঁড়িয়েছে ১৩০ জনে, ধ্বংস হয়ে গেছে শত শত ঘরবাড়ি। এখনো নিখোঁজ ৬ শতাধিক মানুষ। প্রায় ১০ হাজার কোটি মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি আভাস দেয়া হয়েছে। এদিকে ক্ষতিগ্রস্ত অঞ্চলের জন্য ইলন মাস্কের সহায়তা চেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। হারিকেন হেলেনের তাণ্ডবকে হৃদয় বিদারক ঘটনা বলেছেন ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস।

যুক্তরাষ্ট্রজুড়ে হারিকেন 'হেলেন' ধ্বংসযজ্ঞে চালানোর পর এখন ভেসে উঠছে ক্ষত চিহ্ন। ফ্লোরিডা, জর্জিয়া, টেনেসি, ভার্জিনিয়াসহ নর্থ ও সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে তাণ্ডব চালায় হেলেন। শতাধিক প্রাণহানির সঙ্গে বিধ্বস্ত হয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি ও অবকাঠামো। হারিকেনের প্রভাবে প্রবল বৃষ্টিতে বিভিন্ন অঙ্গরাজ্যে দেখা দিয়েছে আকস্মিক বন্যা।

ফ্লোরিডার পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নর্থ ও সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্য। প্রাণহানির সংখ্যাও বেশি এই দুই অঙ্গরাজ্যে। ধসে পড়েছে তিন শতাধিক সড়ক মহাসড়ক। পানির তোড়ে ভেসে গেছে বেশ কয়েকটি সেতু। উদ্ধার ও ত্রাণ সরবরাহের কাজে নেমেছে ৭ হাজার কর্মী। প্রত্যন্ত অঞ্চলে হেলিকপ্টার দিয়ে ১ হাজার টন খাদ্য ও পানি সরবরাহ করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত প্রায় সব অঞ্চলেই ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। অকেজো হয়ে আছে মোবাইল ফোনের টাওয়ার। বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন লাখ লাখ বাসিন্দা। এমন অবস্থায় যোগাযোগ কাঠামো স্বাভাবিক করতে ইলন মাস্কের কাছে সহায়তা চেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেন, 'হেলেনের তাণ্ডবে বাসিন্দারা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। মোবাইল টাওয়ার ও ইন্টারনেট সচলের জন্য ইলন মাস্কের সঙ্গে আলাপ হয়েছে। স্টারলিংকের কাঠামোও ধসে পড়েছে। তবুও ইলন মাস্ক সর্বোচ্চ চেষ্টা করছে আমাদের সহায়তা করার জন্য। ভয়ংকর হারিকেনে অনেক মানুষের প্রাণ গেছে।'

এদিকে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে শিগগিরই পরিদর্শনে যাবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস। হেলেনের ধ্বংসযজ্ঞকে হৃদয়বিদারক বলেও মন্তব্য করেন কামালা।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বলেন, 'হারিকেনের প্রভাবে এরই মধ্যে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। এখনো নিখোঁজ ছয় শতাধিক। যুক্তরাষ্ট্রের ৬টি অঙ্গরাজ্যে হারিকেন হেলেন যে ধ্বংসলীলা চালিয়েছে তা সত্যিই হৃদয়বিদারক।'

যুক্তরাষ্ট্রের বীমা কোম্পানি ও আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, হেলেনের তাণ্ডবে ক্ষয়ক্ষতির পরিমাণ দেড় হাজার থেকে ১০ হাজার কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে হারিকেন হেলেন ফ্লোরিডা উপকূল আঘাত হানে। এর প্রভাবে কয়েকদিন ধরেই ব্যাপক ঝড়বৃষ্টি হচ্ছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে।

এফশি

এই সম্পর্কিত অন্যান্য খবর