বিদেশে এখন
0

ইলিশ পাঠানোর সিদ্ধান্তে খুশি পশ্চিমবঙ্গের মানুষ

অবশেষে বাংলাদেশ থেকে ৩ হাজার টন ইলিশ যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে। ইলিশ চেয়ে বাংলাদেশকে চিঠি দিয়েছিল দেশটির মৎস্য আমদানি সংগঠন। অবশেষে দুর্গাপূজার আগেই ইলিশ পাঠানোর অনুমোদন দিলো অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের এই সিদ্ধান্তে খুশি ব্যবসায়ী থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ।

পশ্চিমবঙ্গে বিশেষ করে পূজার মৌসুমে ইলিশের চাহিদা বেড়ে যায় বহুগুণ। আর বাংলাদেশের পদ্মার ইলিশের প্রতি তাদের আকর্ষণ বরাবরই অন্যরকম। এবার পূজা উপলক্ষে পশ্চিমবঙ্গে ৩ হাজার টন ইলিশ পাঠানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

ইলিশ পাঠানোর সিদ্ধান্তে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নত হবে বলে মনে করেন এই খাতের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা।

পেট্রাপোল বন্দরের বৈদেশিক মুদ্রা ব্যবসায়ী দিপক দাস বলেন, ‘দুই দেশের সম্পর্ক এই চলমান অস্থিরতা মাধ্যম না হয়ে ওঠে।’

চলমান পরিস্থিতির মধ্যে বিষয়টিকে দুই দেশের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন তৃণমূলের এই সংসদ সদস্য। তার মতে, বাংলাদেশ থেকে ইলিশ পাঠানোর খবর খুবই আনন্দের।

তৃণমূলের সংসদ সদস্য প্রসুন ব্যানার্জী বলেন, 'ভালো ব্যাপার এইটা। পূজার সময় ইলিশ না হলে হয়!'

মৎস্য ব্যবসায়ীদের মতে, মাছ ধরার নিষেধাজ্ঞা ভালোভাবে কার্যকর হলে পশ্চিমবঙ্গের বাজারে ইলিশের অভাব হবে না।

টানা পাঁচ বছর ধরে ভারতে ইলিশ রপ্তানি করে আসছে বাংলাদেশ। ভারতের ব্যবসায়ীরা জানান, প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে ৫ হাজার টন ইলিশের চাহিদা থাকে।

ইএ