বিদেশে এখন
0

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মধ্য ও পূর্ব ইউরোপ

কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মধ্য ও পূর্ব ইউরোপ। রোমানিয়ায় ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন ৪ জন। শনিবার দেশটিতে রেকর্ড করা হয়েছে ১০০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত। চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, অস্ট্রিয়া, স্লোভাকিয়া ও হাঙ্গেরিতে জারি করা হয়েছে বন্যা সতর্কতা।

বিয়ালা নদীর পানি বিপৎসীমা ছাড়ানোয় পোল্যান্ডের কয়েকটি অঞ্চলের বাসিন্দাদের নিরাপদে সরে যাবার নির্দেশ দিয়েছে প্রশাসন। প্রাগসহ চেক প্রজাতন্ত্রের ৩৮টি অঞ্চলে জারি সর্বোচ্চ বন্যা সতর্কতা।

ভারি বৃষ্টির কবলে জার্মানির সীমান্তবর্তী অঞ্চল বাভারিয়া। সম্প্রতি নিম্নচাপ থেকে বরিসে পরিণত হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে একমাসের সমপরিমাণ বৃষ্টিপাত দেখেছে ইউরোপের বিভিন্ন দেশ

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর