বিদেশে এখন
0

দ্বিতীয়বারের মতো আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দুলমাজিদ তেবুন

প্রায় ৯৫ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো আলজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আব্দুলমাজিদ তেবুন। স্থানীয় সময় রোববার ( ৮ সেপ্টেম্বর) দেশটির নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা করে।

৭৮ বছর বয়সী তেবুন আলজেরিয়ার সেনাবাহিনী সমর্থিত প্রার্থী ছিলেন। নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী রক্ষণশীল দলের প্রার্থী আবদেল্লালি হাসানি শেরিফ পেয়েছেন মাত্র ৩ শতাংশ ভোট। 

দেশটির ২ কোটি ৪০ লাখ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন মাত্র ৫৭ লাখ। তরুণ প্রজন্মের অনেকেই ভোট দানে বিরত ছিলেন বলে জানা গেছে। 

২০১৯ সালে দেশের বেকারত্ব কমানো, পেনশন ও সরকারি উদ্যোগে আবাসন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয় পেয়েছিলেন আব্দুলমাজিদ তেবুন। 

যদিও প্রথম মেয়াদে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখাতে পারেননি তিনি।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর