বিদেশে এখন
0

টাইফুন শানশানের আঘাতে লণ্ডভণ্ড জাপান, প্রাণহানি ৪

জাপানে ক্যাটাগরি ফোর হারিকেনের মতো শক্তিশালী টাইফুন শানশানের আঘাতে লণ্ডভণ্ড দেশটির দক্ষিণাঞ্চল। টাইফুনের আঘাতে মৃত্যু হয়েছে ৪ জনের, আহত হয়েছেন প্রায় ১০০ জন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বছরের সবচেয়ে শক্তিশালী এই টাইফুনের আঘাতে জাপানে রেকর্ড বৃষ্টি হয়। কোন কোন স্থানে বৃষ্টি হয় ৭শ' মিলিমিটার পর্যন্ত। জাপানের সর্ব দক্ষিণের মূল দ্বীপগুলোর একটি, কিয়ুশু দ্বীপে আঘাত হানার পর আজ (শুক্রবার, ৩০ আগস্ট) দুর্বল হয়ে পূর্বদিকে অগ্রসর হয় মৌসুমী ঝড়টি।

এসময় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক স্থানে বন্যা ও ভূমিধসের পূর্বাভাস দেয়া হয়। ঝড়ের কারণে এখনও বিদ্যুৎবিচ্ছিন্ন কিউশুর আড়াই লাখের বেশি মানুষ। নিরাপদে সরে যেতে নির্দেশ দেয়া হয় ৫০ লাখ মানুষকে।

কার্যক্রম স্থগিত রাখে টয়োটাসহ কয়েকটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান, বিমান চলাচল স্থগিত করে জাপান এয়ারলাইন্সসহ কয়েকটি এয়ারলাইন্স।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর