পরিবেশ ও জলবায়ু
বিদেশে এখন
0

টাইফুন গায়েমির আঘাত: ফুজিয়ান প্রদেশের দেড় লাখ মানুষকে স্থানান্তর

তাইওয়ান ও ফিলিপিন্সে ধ্বংসযজ্ঞ চালানোর পর চীনের মূল ভূখণ্ডে আঘাত হেনেছে টাইফুন গায়েমি। প্রাণহানি এড়াতে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে বসবাসকারী দেড় লাখেরও বেশি মানুষকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। ঝুঁকি বিবেচনায় প্রদেশজুড়ে শত শত রাসায়নিক ও খনি কোম্পানিগুলো তাদের কার্যক্রম স্থগিত করেছে। এদিকে বাতাসের বেগ বাড়তে থাকায় কানাডার দক্ষিণ ও যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে দাবানল।

গেল আট মাসে এ নিয়ে তৃতীয়বার টাইফুনের কবলে চীনের পূর্বাঞ্চলীয় উপকূলের বাসিন্দারা। টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ের ১৯০ টিরও বেশি শহর। বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন গায়েমির প্রভাবে গেল শুক্রবার গুয়াংডংয়ের বেশ কিছু এলাকায় ৪শ' মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

পাহাড় ধস ও ঝোড়ো আবহাওয়া সতর্কতা জারি হওয়ায় শনিবার দেড় লাখেরও বেশি বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেয় কর্তৃপক্ষ। তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকায় মধ্য চীনের হুনান প্রদেশে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে, এই মুহূর্তে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় চেনঝো শহরের বাসিন্দারা। সড়কপথে ভোগান্তির পাশাপাশি গেল দুই দিন ধরে বিচ্ছিন্ন বিদ্যুৎ, ইন্টারনেট ও টেলিফোন সংযোগ।

শি জিনপিংয়ের নির্দেশে তৃণমূল পর্যায়ে উদ্ধার অভিযান ও পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। ত্রাণ সরবরাহ ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে উদ্ধারকারী দলকে আগাম প্রস্তুত রাখা হয়েছে। যে কোনো মূল্যে মানুষের জীবন ও সম্পদ রক্ষা করা হবে।

জিলনের প্রাদেশিক জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানায়, বন্যার পানিতে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে ৭ হাজার কর্মী নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। অভিযানে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির দেড় শতাধিক যন্ত্রপাতি।

শুক্রবার দেশটির জরুরি ত্রাণ তহবিলে ৬৫ মিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছে অর্থ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। ক্ষতিগ্রস্ত ৬টি প্রদেশে ১৭টি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। সড়ক মেরামত ও পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করতে কাজ করছে প্রকৌশলীদের ৯৫টি দল। এছাড়া, উদ্ধারকারীদলের সাথে কাজ করছে স্থানীয় প্রশাসনও।

নিচু এলাকাগুলোতে টহল বাড়াতে হবে। এছাড়া ডুবে যাওয়া অঞ্চলগুলোতেও নজরদারি বৃদ্ধি করা প্রয়োজন। জনবল ঘাটতির কারণে কমিউনিস্ট পার্টির সদস্যদের পাশাপাশি স্থানীয়দের নিয়ে স্বেচ্ছাসেবক দল গঠন করা হচ্ছে। একযোগে কাজ করলে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব।

এদিকে বাতাসের বেগ বাড়তে থাকায় কানাডার দক্ষিণ ও যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে ভয়াবহ আকার ধারণ করেছে দাবানল। ক্যালিফোর্নিয়ায় প্রতি ঘণ্টায় পুড়ছে ৫ হাজার একর এলাকা।

বিবিসির তথ্য অনুসারে, প্রতিঘণ্টায় ২০ বর্গ কিলোমিটার এলাকা পার হয়ে ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের দিকে এগুচ্ছে দাবানলটি। আগুনে পুড়ে ছাই চিকো শহরের প্রায় ৩ লাখ ৪৮ হাজার একর এলাকা। ক্যালিফোর্নিয়া দমকল বিভাগ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন অন্তত আড়াই হাজার দমকল কর্মী। তবে বাতাসের বেগ বাড়ায় আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ছে।

আগুন লাগানোর অভিযোগে বাট কাউন্টির ৪২ বছর বয়সি এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তাদের ধারণা, এলিগেটর বা কুমির জাতীয় প্রাণী ধরার উদ্দেশ্যে একটি গর্তে আগুন ধরায় ঐ সন্দেহভাজন। আর সেখান থেকেই এই দাবানলের সূত্রপাত।