বিদেশে এখন
0

ভারতের উত্তরপ্রদেশে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ১০৭ জনের মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশে ধর্মীয় অনুষ্ঠান শেষে পদদলিত হয়ে অন্তত ১০৭ জনের মৃত্যু হয়েছে। যার বেশিরভাগই নারী। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ (মঙ্গলবার, ২ জুলাই) স্থানীয় সময় বিকেল ৫টার পর উত্তরপ্রদেশের হাথরসের রতিভানপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহত অনেককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, আজ হাথরসের রতিভানপুর গ্রামে ধর্মীয় অনুষ্ঠানটি চলছিল। অনুষ্ঠান শেষ হতেই হঠাৎ বিশৃঙ্খলা শুরু হয়।

উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, প্রার্থনা সভাটি আয়োজন করা হয়েছিল স্থানীয় এক ধর্মীয় গুরুর সম্মানে। অনুষ্ঠান শেষে যখন সবাই বের হয়ে যাচ্ছিলেন, ঠিক সেই সময়ই পদদলনের ঘটনা ঘটে।

টাইমস অব ইন্ডিয়ায় দেয়া তাৎক্ষণিক সাক্ষাৎকারে আঞ্চলিক প্রধান চিকিৎসা কর্মকর্তা উমেশ কুমার ত্রিপাঠি বলেন, ‘প্রাথমিক ময়নাতদন্তের জন্য আমরা ২৭ জনের মৃতদেহ পেয়েছি। এদের মধ্যে ২৫ জন নারী ও ২ জন পুরুষ। এছাড়া আহত অনেককে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

হাথরসের জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) আশিস কুমার পরিস্থিতি সম্পর্কে বলেন, 'পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। কীভাবে দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত করছে জেলা প্রশাসন।'

আলিগড় রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল শলভ মাথুর বলেন, 'ধর্মগুরু ভোলে বাবার সম্মানার্থে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আজ বিকেলে অনুষ্ঠানটি আয়োজনে আমাদের কাছ থেকেও নেয়া হয় সাময়িক অনুমতি। তবে এর মাঝে কীভাবে দুর্ঘটনা কীভাবে ঘটলো তা খতিয়ে দেখা হবে।’

আসু