বুধবার (১ মে) রাজ্যটির সিভিল ডিফেন্স সার্ভিস এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, চলতি সপ্তাহের ভারী বৃষ্টিপাতে ১৪শ’র বেশি মানুষ বাস্তচ্যুত হয়েছেন। আর বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস থাকায় রাজ্যজুড়ে বন্যার ঝুঁকির বিষয়ে সতর্ক করা হয়েছে।
রাজ্যের গভর্নর এডুয়ার্ডো লেইট মৃতদের জন্য শোক প্রকাশ করেছেন। তিনি জানান, নিখোঁজদের সন্ধানে কাজ চলছে। একইসঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা নিশ্চিতে কাজ করা হচ্ছে।