চিকিৎসা বিষয়ক আন্তর্জাতিক সাময়িকী ল্যানসেটে প্রকাশিত এই গবেষণা সমীক্ষার তথ্য বলছে, সেসময় শিশু জন্মের হার বেশি থাকবে দরিদ্র দেশগুলোতে।
চলতি শতাব্দীর শেষ নাগাদ জনসংখ্যাগত পরিবর্তন দেশগুলোকে 'বেবি বুম' এবং 'বেবি বাস্ট' বিভাজনের দিকে নিয়ে যাবে। যেখানে ধনী দেশগুলো তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে লড়াই করবে। বিপরীতে কীভাবে নিজেদের ক্রমবর্ধমান জনসংখ্যাকে সহায়তা করা যায় সেই চ্যালেঞ্জ মোকাবিলায় লড়াই করবে দরিদ্র দেশগুলো।
কয়েক দশক-ব্যাপী হওয়া এ গবেষণায় বিশ্বের ১৫০টিরও বেশি দেশের ৮ হাজারের বেশি বিজ্ঞানী যুক্ত ছিলেন।