বিদেশে এখন
0

সূর্যের বুকে বিস্ফোরণের বিরল দৃশ্য ধারণ

সূর্যের বুকে বিস্ফোরণের বিরল দৃশ্য ধারণ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সোলার ডায়ানামিকস অবজারভেটরি। সূর্যের ওপরের বাম দিকে হয় এ বিস্ফোরণ।

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে সৌর বিস্ফোরণের তীব্রতা যখন সর্বোচ্চ ছিল, তখনই ছবিটি তুলতে সক্ষম হয় অবজারভেটরি।

বিস্ফোরণের যা মাত্রা ছিল তা পৃথিবীতে বেতার যোগাযোগ, বৈদ্যুতিক পাওয়ার গ্রিড, দিকনির্দেশক সংকেত ইত্যাদিতে প্রভাব ফেলতে পারে। মহাকাশযান নভোচারীদের জন্যও এ ধরনের বিস্ফোরণ বিপজ্জনক হতে পারে বলে জানিয়েছে নাসা।

এভিএস