কারণ কর্তৃপক্ষের কাছে অবশিষ্ট যন্ত্রপাতি হস্তান্তরের মতো কার্যক্রম এখনও বাকি। এর আগে চলতি বছরের জুনে শান্তিরক্ষার দায়িত্বে থাকা ১৫ হাজারের বেশি সেনা সদস্যকে প্রত্যাহার করে নিতে বলে মালির সরকার।
শান্তিরক্ষার দায়িত্বে থাকা এসব শান্তিরক্ষীর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় দেড় হাজার সদস্যও ছিলেন। এ আওতায় আনুষ্ঠানিকভাবে মালি ছাড়তে যাচ্ছে শান্তিরক্ষা মিশনে থাকা সেনারা।
২০১৩ সালে সশস্ত্র দল তুরেগের উত্থান ঠেকাতে ও নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল করতে মালিতে মিশন শুরু করে জাতিসংঘ।