নতুন বিক্রি হওয়া গাড়ির মধ্যে ব্যাটারিচালিত ইলেকট্রিক ভেহিকলের ছিল ১৯ দশমিক ৬ শতাংশ। যা সরকারের নির্ধারিত ২২ শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে কম। এসএমএমটির তথ্যানুযায়ী, গত বছর প্রায় ৩ লাখ ৮২ হাজার বিদ্যুচ্চালিত গাড়ি বিক্রি হয়েছে, যা বিক্রির সর্বোচ্চ রেকর্ড।
অটোমোবাইল বাণিজ্য সংস্থাটি সতর্ক করেছে গাড়ি নির্মাতারা নির্দিষ্ট সীমার বেশি প্রতিটি দূষণকারী গাড়ি বিক্রি জন্য ১৫ হাজার পাউন্ড জরিমানার সম্মুখীন হতে পারে। তবে সরকার গাড়ি নির্মাতাদের আশ্বাস দিয়েছে তারা ২০২৪ সালে নমনীয় অনুমতির মাধ্যমে জরিমানা এড়ানোর সুযোগ পাবে।
এসএমএমটির সিইও মাইক হাওয়েস বলেছেন ইভি বিক্রয় বেড়েছে তবে এটি সরকারি ব্যয় বাড়িয়েছে। তিনি সরকারের ম্যান্ডেট পর্যালোচনা করা এবং আরো বেসরকারি চার্জিং অবকাঠামো উন্নত করার আহ্বান জানিয়েছেন।
এসএমএমটি আরো জানিয়েছে ২০২৫ সালে ২৮ শতাংশ ইভি বিক্রি লক্ষ্যমাত্রা অর্জন করা বেশ চ্যালেঞ্জিং হবে। এর আগে নতুন পেট্রোল ও ডিজেল গাড়ির ওপর নিষেধাজ্ঞা ২০৩০ সাল পর্যন্ত বাড়ানোর বিষয়ে যুক্তরাজ্যের সরকারের পরিকল্পনা নিয়ে উদ্বেগ উঠেছিল।
সামগ্রিকভাবে ২০২৪ সালে যুক্তরাজ্যে প্রায় ২ মিলিয়ন নতুন গাড়ি নিবন্ধিত হয়েছে, যা ২০২৩ সালের তুলনায় ২ দশমিক ৬ শতাংশ বেশি। তবে গত বছরে প্রাইভেট গাড়ি চাহিদা কমেছে। এছাড়া এখন গাড়ি বিক্রির বাজার প্রাক-মহামারী স্তরের নীচে রয়েছে।