নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী ব্র্যান্ডগুলোকে ইউরোপের ২৭টি দেশে ডিভাইস বিক্রি করতে হলে ইউএসবি-সি চার্জিং পোর্ট রেখেই ডিভাইস তৈরি করতে হবে।
অর্থাৎ এই আইনের মধ্য দিয়ে ইউরোপের বাজারের জন্য অ্যাপলের আইফোনসহ অন্যান্য সব ডিভাইসের জন্য চার্জিং সি টাইপ চার্জিং রেখে উৎপাদনে যেতে হবে। তবে ল্যাপটপের মতো ব্যক্তিগত কম্পিউটারে বিষয়টি কার্যকর করতে ২০২৬ সালের ২৮ এপ্রিল পর্যন্ত সময় দেয়া হয়েছে ল্যাপটপ প্রস্তুত ও বাজারজাতকারী ব্র্যান্ডগুলোকে।
ইলেক্ট্রনিস্ক বর্জ্য কমানোর এবং ফাস্ট চার্জিং প্রযুক্তির উন্নয়নে জোর দিয়ে এই সংস্কারটি ইউরোপীয় পার্লামেন্টে ২০২২ সালের অক্টোবরে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় পাস হয়েছিল। যা বিশ্বের যে কোনও জায়গায় প্রথম।