চীনের ট্রাভেল কোম্পানিগুলোর প্রাথমিক তথ্যানুযায়ী, ভ্রমণকারীরা আগে থেকেই ট্রিপের সন্ধান এবং বুকিং শুরু করেছে। চীনের শীর্ষস্থানীয় ভ্রমণ পরিষেবা সরবরাহকারী ইলং ইনকরপোরেটেড জানিয়েছে, চন্দ্র নববর্ষের ছুটির আগে বিমান ভাড়া ৮০ থেকে ৯০ শতাংশ বাড়তে পারে।
এছাড়া কিছু জনপ্রিয় রুটে টিকেটের দাম ১০০ শতাংশেরও বেশি হতে পারে। ট্রাভেল প্রোভাইডার টুনিউ বলেছে, বসন্ত উৎসবের জন্য গ্রুপ ট্রাভেল বুকিং গত সপ্তাহের তুলনায় ৪০ শতাংশ বেড়েছে।
চলতি বছরের ডিসেম্বরে চীন ঘোষণা করেছিল তারা ২০২৫ সাল থেকে বসন্ত উৎসবের ছুটি আরো একদিন বাড়াবে। দেশটির মধ্যম ও নিম্ন-আয়ের গোষ্ঠীর মধ্যে ভোক্তা ব্যয় ত্বরান্বিত করার জন্য এ আট দিনের ছুটি বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।
চীনের ইনস্টিটিউট ফর থিম পার্ক স্টাডিজের ডিন লিন হুয়ানজি বলেন, ‘ভ্রমণ চাহিদা আগামী বছরও একইরকম থাকবে এবং ২০২৫ সালে চীনা পর্যটন খাত ৫ শতাংশেরও বেশি বাড়বে।’—সাউথ চায়না মর্নিং পোস্ট

