নতুন মডেলের ফোন উন্মোচন করলো হুয়াওয়ে

হুয়াওয়ে পুরা এইটটি স্মার্টফোন
হুয়াওয়ে পুরা এইটটি স্মার্টফোন | ছবি: সংগৃহীত
0

নতুন মডেলের ফোন উন্মোচন করে আবারও তাক লাগিয়ে দিয়েছে চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে। অত্যাধুনিক প্রযুক্তি ও নতুন ডিজাইন নিয়ে প্রতিষ্ঠানটি চীনের বাজারে আনতে যাচ্ছে আরো চারটি নতুন মডেলের ফোন। জমকালো আয়োজনে লাইভস্ট্রিমিংয়ের মাধ্যমে নতুন মডেলের ফোনগুলো পরিচয় করিয়ে দেন হুয়াওয়ের ভোক্তা ব্যবসায়িক ইউনিটের প্রধান ইউ চেংডং।

এবারের স্মার্টফোনের নাম দেয়া হয়েছে পুরা এইটটি, পুরা এইটটি প্রো, পুরা এইটটি প্রো প্লাস এবং পুরা এইটটি আল্ট্রা।

ফোনগুলোতে সাড়ে ৬ ইঞ্চির ফুল এইচডিসহ ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক চিপসেট, সেন্সর, কোয়াড ক্যামেরা সেটআপ, টেলি ফোটো লেন্স, আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।

থাকছে ওয়্যারলেস সুপার ফাস্ট চার্জিং সাপোর্টেড ৫ হাজার ৬০০ অ্যাম্পিয়ারের ব্যাটারি ও রিভার্স চার্জিং সাপোর্ট।

পুরা প্রো সিরিজের দাম পড়বে ৯০৫ ডলার, পুরা প্রো প্লাস সিরিজের ফোন ১ হাজার ১১৪ ডলার।

আর ২৬ জুন লঞ্চ হবে পুরা আল্ট্রা সিরিজের ফোন, যা কিনতে ক্রেতাদের গুনতে হবে ১ হাজার ৩৯২ ডলার।

সেজু