এবারের স্মার্টফোনের নাম দেয়া হয়েছে পুরা এইটটি, পুরা এইটটি প্রো, পুরা এইটটি প্রো প্লাস এবং পুরা এইটটি আল্ট্রা।
ফোনগুলোতে সাড়ে ৬ ইঞ্চির ফুল এইচডিসহ ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক চিপসেট, সেন্সর, কোয়াড ক্যামেরা সেটআপ, টেলি ফোটো লেন্স, আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।
থাকছে ওয়্যারলেস সুপার ফাস্ট চার্জিং সাপোর্টেড ৫ হাজার ৬০০ অ্যাম্পিয়ারের ব্যাটারি ও রিভার্স চার্জিং সাপোর্ট।
পুরা প্রো সিরিজের দাম পড়বে ৯০৫ ডলার, পুরা প্রো প্লাস সিরিজের ফোন ১ হাজার ১১৪ ডলার।
আর ২৬ জুন লঞ্চ হবে পুরা আল্ট্রা সিরিজের ফোন, যা কিনতে ক্রেতাদের গুনতে হবে ১ হাজার ৩৯২ ডলার।