দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে নিজেদের কার্যক্রমের পরিধি বাড়ানোর অংশ হিসেবে নতুন এ চুক্তির ঘোষণা দিয়েছে অ্যালফাবেট মালিকানাধীন ক্লাউড পরিষেবা ইউনিটটি। এর আগে চলতি বছরের মে মাসে দেয়া এক ঘোষণায় মালয়েশিয়ায় প্রথম ডাটা সেন্টার ও ক্লাউড অঞ্চল তৈরিতে ২০০ কোটি ডলার বিনিয়োগের কথা জানিয়েছিল গুগল।
যৌথ বিবৃতিতে কোম্পানি দুটি জানায়, বিভিন্ন খাতে ক্লাউড সলিউশনের চাহিদা পূরণেই এ চুক্তি করা হয়েছে। এর মধ্যে রয়েছে ডাটা রেসিডেন্সি, নিরাপত্তা এবং গোপনীয়তার প্রয়োজনীয়তা পূরণ। বিশেষত পাবলিক সার্ভিস, আর্থিক পরিষেবা, স্বাস্থ্যসেবা ও জ্বালানি খাতের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর জন্য।
চুক্তির অংশ হিসেবে ডিনেক্স গুগলের ডিস্ট্রিবিউটেড ক্লাউড পরিষেবা ব্যবহার ও পরিচালনা করতে পারবে। এটি মালয়েশিয়ার কোম্পানিগুলোকে সুবিধা দেবে। এতে করে ইন্টারনেট বা গুগল ক্লাউড রিজিয়নে যুক্ত হতে হবে না। তবে এ চুক্তি কবে থেকে কার্যকর হবে সে বিষয়ে কোম্পানি দুটি কিছু জানায়নি।
এক বিবৃতিতে গুগল ক্লাউড এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট করণ বাজওয়া বলেন, গুগল ক্লাউড ও ডিনেক্স মালয়েশিয়ার বিভিন্ন কোম্পানিকে স্টেট অব দ্য আর্ট ডিস্ট্রিবিউটেড ক্লাউড অবকাঠামো ব্যবহারের সুবিধা দিয়ে সহায়তা করবে। এছাড়াও কোম্পানিগুলো বিভিন্ন টুল ও এআই পরিষেবাও পাবে। যা সহজেই কোম্পানিগুলোকে ডিজিটাল ট্রান্সফর্মে সহায়তা করবে।