প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

মালয়েশিয়ায় গুগলের ২শ' কোটি ডলার বিনিয়োগ!

মালয়েশিয়ায় ২০০ কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে গুগল। দেশটিতে ডাটা সেন্টার ও ক্লাউড অঞ্চল স্থাপনে এই অর্থ বিনিয়োগ করবে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল।

প্রযুক্তিখাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারে দক্ষতা বাড়াতে দক্ষিণ এশিয়ার দেশ মালেয়শিয়াতে বিনিয়োগের লক্ষ্য নিয়েছে বিশ্বের অন্যতম টেক জায়ান্ট গুগল। ২০৩০ সালের মধ্যে দেশটিতে ২৬ হাজার ৫০০ নতুন কর্মসংস্থান সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখছে গুগল।

গুগলের মালয়েশিয়ার কান্ট্রি ডিরেক্টর ফারহান এস কুরেশি জানান, এই বিনিয়োগ শুধু অবকাঠামো উন্নয়নে নয়, ব্যবসার নতুন দ্বার উন্মোচন আর শিক্ষা কার্যক্রমে কাজে লাগানো হবে। এআই ব্যবহারকারীসহ দেশের সব গ্রাহকদের জন্য সহজ হবে গুগল ম্যাপ আর গুগল সার্চ ব্যবহার।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম জানান, গুগলের এই বিনিয়োগ দেশের অর্থনীতিতে ৩২০ কোটি ডলার যোগ করবে।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর