প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েডে তৈরি করা যাবে স্টিকার

অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য নতুন একাধিক ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। স্টিকার ও জিআইএফ ব্যবহারের অভিজ্ঞতা উন্নয়নে এ সুবিধা নিয়ে এসেছে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্মটি। এসব ফিচারের মধ্যে অন্যতম একটি হলো ন্যাটিভ স্টিকার ক্রিয়েশন টুল। বর্তমানে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এটি চালু করা হয়েছে।

এটি ব্যবহারকারীদের প্লাটফর্মের ভেতরে সরাসরি নিজেদের স্টিকার ডিজাইন ও ম্যানেজ করার সুবিধা দিয়ে থাকে। ফলে আলাদা করে কোনো অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহারের প্রয়োজন হয় না।

সাধারণ ব্যবহারের জন্য আলাদা স্টিকার তৈরি করা সময়সাপেক্ষ এবং কিছু ক্ষেত্রে বিরক্তিকর। কেননা এজন্য আলাদা টুল ব্যবহার করতে হয়। তবে হোয়াটসঅ্যাপের নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপের ভেতরেই নিজেদের পছন্দের স্টিকার তৈরি ও পরিববর্তন করতে পারবে।

ফিচার চালু ছাড়াও গিফির সঙ্গে নতুন চুক্তি করেছে হোয়াটসঅ্যাপ। অ্যানিমেটেড স্টিকার ও গিফ এর জন্য প্লাটফর্মটি বেশ পরিচিত। চুক্তির ফলে এখন থেকে ব্যবহারকারীরা আরও বড় পরিসরে গিফ ও স্টিকার ব্যবহার করতে পারবে। এখানে যেকোনো কিওয়ার্ড বা ইমোজির মাধ্যমে স্টিকার বা গিফ খুঁজে পাওয়া যাবে।

ব্যবহারকারীদের জন্য প্লাটফর্মে মেটা এআই যুক্ত করতে যাচ্ছে। এটিও প্লাটফর্মে সরাসরি স্টিকার তৈরিতে সহায়তা করবে। বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রের অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য এটি চালু আছে এবং শুধু ইংরেজি ও স্প্যানিশ ভাষা ব্যবহারের সুবিধা রয়েছে।

tech