নতুন রোবোট্যাক্সি উন্মোচনের জন্য কোনো ইভেন্ট আয়োজন করা হবে কি না সে বিষয়েও ইলন মাস্ক কিছু জানান নি। গত সপ্তাহে প্রকাশিত আরেক প্রতিবেদনে বলা হয়, আগস্টের ৮ তারিখ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ইভেন্টের সময় অক্টোবর পর্যন্ত পিছিয়ে নেয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ব্যবহারকারির প্রশ্নের জবাবে মাস্ক জানান, রোবোট্যাক্সির সামনের দিকের ডিজাইনসহ আরও কিছু বিষয় যোগ করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এ বিষয়ে অবগত আরেকটি সূত্র জানায়, ট্যাক্সি উন্মোচনের ইভেন্ট এর সময় পেছানো হয়েছে। তবে এর কারণ সম্পর্কে তিনি অবগত নন।
রোবোট্যাক্সির পাশাপাশি স্বয়ংক্রিয় গাড়ি চালানোর সিস্টেম তৈরির ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছে টেসলা। যে কারণে ওয়াল স্ট্রিটের বিশ্লেষক ও টেসলার বিনিয়োগকারীদের মতে রোবোট্যাক্সি উন্মোচনের সময় পেছানোর বিষয়টি আশ্চর্য হওয়ার মতো কোনো বিষয় নয়।
এখন পর্যন্ত নতুন এ ট্যাক্সি সম্পর্কে তেমন কোনো তথ্য প্রকাশ করেন নি ইলন মাস্ক। তিনি জানান, কিছু রোবোট্যাক্সি টেসলার অধীনে পরিচালিত হবে। আর কিছু ট্যাক্সি কোম্পানির নেটওয়ার্কের মাধ্যমে ব্যক্তি মালিকানায় চলবে।
আগে ২০২২ সালে দেয়া এক ঘোষণায় ইলন মাস্ক জানিয়েছিলেন, টেসলা এমন একটি রোবোট্যাক্সি তৈরি করবে যেটায় কোনো পেডেল থাকবে না এবং ২০২৪ সাল নাগাদ তা প্রকাশ্যে আসবে।