এর আগে আজ মঙ্গলবার (৫ মার্চ) রাত সোয়া ৯টার পর আচমকা সবার ফেসবুক আইডি থেকে লগ আউট হয়ে যায়। পরে বাংলাদেশ সময় সাড়ে ১০টার পর থেকে সচল হতে শুরু করে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো।
বন্ধ থাকার সময় ব্যবহারকারীদের অনেকে জানিয়েছেন, বাংলাদেশের ব্যবহারকারীরা কেউ ফেসবুকে লগইন করতে পারছেন না। এমনকি ফেসবুকে সক্রিয় থাকা আইডিগুলো স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাচ্ছে। লগ আউটের পর নতুন করে লগ ইনের অপশন দেয়া হলেও সেটি সম্ভব হচ্ছে না।
ফক্স নিউজের তথ্যমতে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও এ ধরনের সমস্যা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইট পর্যবেক্ষক প্রতিষ্ঠান ডাউন ডিটেকটরের গ্রাফে দেখা যায়, এ নিয়ে কয়েক লাখ ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন। ফেসবুক ব্যবহারে তারা সমস্যার মুখোমুখি হয়েছেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বিবৃতি দেয়নি মেটা। তবে ফেসবুকের আরেক প্রতিদ্বন্দ্বী এক্স-এ এক পোস্টে মেটা’র মুখপাত্র অ্যান্ডি স্টোন জানিয়েছেন, তারা এ ব্যাপারে কাজ করছেন।
তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ আরিফ মাঈনুদ্দিন জানান, ‘নানা সময়ে ফেসবুক তাদের নিজস্ব সিকিউরিটি আপডেট করেন, সেটা করতে গিয়ে কোন বাগ থাকার কারণে এমনটা হতে পারে’।