শুধু উন্নত বিশ্বেই নয়, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশেও জনপ্রিয় হচ্ছে ‘ডিজিটাল ওয়ালেটের’ ব্যবহার। ব্যাংক ছাড়াও এই খাতে বিনোয়োগ করছেন অনেক প্রযুক্তি ব্যবসায়ী। তাদের একজন বাংলাদেশি রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাও-এর সাবেক সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা হুসেইন ইলিয়াস। গড়ে তুলেছেন Wind.app নামে ডিজিটাল ওয়ালেট অ্যাপ।
হুসেইন ইলিয়াসের নতুন প্রতিষ্ঠান Wind.app এর যাত্রা মসৃণ করতে ৩.৮ মিলিয়ন ডলারের তহবিল বরাদ্দ দিয়েছে কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। যার নেতৃত্বে জার্মানিভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম গ্লোবাল ফাউন্ডারস ক্যাপিটাল এবং সিঙ্গাপুরভিত্তিক ব্লকচেইন ইনভেস্টমেন্ট ফার্ম স্পার্টার্ন গ্রুপ ছাড়াও বেশ কয়েকটি আন্তর্জাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান।
তহবিল সম্পর্কে Wind.app এর প্রতিষ্ঠাতা এবং সিইও হুসেন ইলিয়াস তার বিবৃতিতে জানিয়েছেন, নতুন তহবিলটি তাদের প্রতিষ্ঠানের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক। যার মাধ্যমে আন্তঃসীমান্ত লেনদেন আরও সহজ করতে সহায়তা করবে। একই সঙ্গে এই ডিজিটাল ওয়ালেট অ্যাপটি বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার মিশনে সহায়ক হবে।
উইন্ড অ্যাপের সাহায্যে ব্যবহারকারীরা বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই অর্থ আদান-প্রদান করতে পারবেন। প্রতিষ্ঠানটির প্রধান গ্রাহক হিসেবে ধরা হয়েছে ফ্রিল্যান্সার ও রেমিটেন্স যোদ্ধাদের।