‘সিম কার্ড বাইন্ডিং’ মূলত অত্যাধুনিক লগইন নিরাপত্তা বৈশিষ্ট্যসম্পন্ন। ফিচারটি ব্যবহার করতে ব্যবহারকারীকে ফোনে ইমো অ্যাকাউন্টটি চালু করে সেখান থেকে ‘সুরক্ষা ও গোপনীয়তা’ অপশনে যেতে হবে। তারপর ‘লগইন সুরক্ষা’ থেকে ‘উন্নত সুরক্ষা’ অপশনে ক্লিক করে সেখান থেকে ‘সিম কার্ড বাইন্ডিং’ ফিচারটি চালু করতে হবে।
‘সিম কার্ড বাইন্ডিং’ ফিচারটি ব্যবহার করে একটি নির্দিষ্ট সিম কার্ডের মাধ্যমে একটিমাত্র ডিভাইসে ব্যবহার করা যাবে নির্দিষ্ট ইমো অ্যাকাউন্টটি। ফলে ওয়ান-টাইম পাসওয়ার্ড বা ওটিপি হাতে থাকলেই এখন আর হ্যাকাররা যে কারো ইমো অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না।

