গ্রাহক ও চালকদের জন্য আলাদা এআর গ্লাস তৈরি করছে অ্যামাজন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: দ্য ইনফরমেশন
0

অগমেন্টেড রিয়ালিটি (এআর) গ্লাসের বাজারে নিজেদের অবস্থান তৈরিতে বেশ জোরোসোরেই নেমেছে অ্যামাজন। দ্য ইনফরমেশন প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, কোম্পানি তাদের গ্রাহক ও গাড়ি চালকদের জন্য আলাদা এআর গ্লাস তৈরিতে কাজ করছে। ২০২৬ সালের শেষ নাগাদ বা ২০২৭ এর শুরুর দিকে ডিভাইসটি বাজারে আসতে পারে। খবর এনগ্যাজেটের।

কোম্পানির অভ্যন্তরীণ সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, এ প্রকল্পটি জেহক নামে পরিচালিত হচ্ছে। নতুন এআর গ্লাসে মাইক্রোফোন, স্পিকার, ক্যামেরা ও ফুল কালার ডিসপ্লে থাকতে পারে। তবে শুধু একপাশে এ সুবিধা পাওয়া যাবে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, এআর প্রযুক্তির জন্য অ্যামাজন চীনা কোম্পানি মেটা বাউন্ডসের সঙ্গে কাজ করছে।

গ্রাহকদের পাশাপাশি ডেলিভারি কাজের সঙ্গে সম্পৃক্ত চালকদের জন্যও আলাদা এআর গ্লাস তৈরি করছে অ্যামাজন। অ্যামেলিয়া কোডনেমে এ গ্লাসের উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। দ্য ইনফরমেশনের তথ্যানুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিক নাগাদ এটি তৈরি হয়ে যাবে এবং এটি ডেলিভারি কাজে গাড়ি চালকদের অনেক সময় বাচাবে।

প্রযুক্তিবিদদের মতে অ্যামাজন যদি এ দুটি এআর গ্লাস বাজারে ছাড়ে তাহলে আনুষ্ঠানিকভাবে মেটার সঙ্গে প্রতিযোগিতায় নামবে। যেখানে মেটা এরইমধ্যে বাজারে রে-ব্যানের এআর গ্লাস বিক্রি করছে। আগামী সপ্তাহে কানেক্ট কনফারেন্সে হাইপারনোভা নামে আরও একটি স্মার্ট গ্লাস বাজারজাতের পরিকল্পনা রয়েছে এ সামাজিক যোগাযোগমাধ্যমটির।

এএইচ

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!