লাইভ এআই ব্যবহারকারীদের মেটার এআই অ্যাসিস্ট্যান্টের সাথে কথোপকথনের সুবিধা দিয়ে থাকে। এছাড়া স্মার্ট গ্লাসটিতে এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহারকারী কী দেখছেন তা বুঝতে পারবে এবং পারিপার্শ্বিক অবস্থা দেখে প্রশ্নের উত্তর দিতে পারবে।
এর সঙ্গে রিয়েল টাইম লাইভ অনুবাদ সুবিধাও রয়েছে। ইংরেজি, ফরাসি, ইতালিয়ান ও স্প্যানিশ ভাষায় অনুবাদ সুবিধা পাওয়া যাবে। এটি যেকোনো অডিও বা টেক্সট সরাসরি ইংরেজিতে অনুবাদ করতে পারবে। এছাড়া শাজাম অ্যাপ থেকে নতুন গানও শনাক্ত করতে পারবে।
মেটার স্মার্ট গ্লাসে আপডেট পেতে ব্যবহারকারীদের অবশ্যই মেটার আর্লি অ্যাকসেস প্রোগ্রামে যোগ দিতে হবে বলে এনগ্যাজেট প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।