অন্যদিকে কোম্পানির বাকি মডেলগুলোতেও প্রযুক্তিগত পরিবর্তন আনা হবে বলে জানানো হয়েছে। আল্টো হ্যাচব্যাক মডেলটির বর্তমান ওজন ৬৮০ কেজি। কোম্পানির আশা গাড়ির ওজন ১০০ কেজি পর্যন্ত কমানো সম্ভব হবে।
সুজুকি অটোমোটিভ টেকনোলজির নির্বাহী তাতসুয়া মাতসুশিটা বলেন, ‘গাড়ির ওজন বেশি হলে এর সক্ষমতা বাড়ানোর জন্য ব্যাটারি ও মেশিনের আকারও বাড়াতে হয়।’
অটোমেকার টেক স্ট্র্যাটেজি ইভেন্টে তিনি জানান, ছোট মোটর ও ব্যাটারি থাকলে সুজুকির পক্ষে গাড়ির দাম কমানো সম্ভব হবে। এছাড়াও কোম্পানিটি জানায়, ট্রাফিক জ্যাম কমাতে সফটওয়্যার ও অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট প্রযুক্তির উন্নয়নেও কাজ চলছে। এদিক থেকে ভারতের বাজারকে প্রাধান্য দিচ্ছে জাপানের এ গাড়ি নির্মাতা।-রয়টার্স