ঊর্ধ্বমুখী বিমানভাড়া: বাধ্য হয়ে খরচ কমাচ্ছেন মালয়েশিয়ার প্রবাসীরা

প্রবাস
0

সম্প্রতি ঢাকা থেকে মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিমানভাড়া বাড়ানো হয়েছে কয়েকগুণ। বাধ্য হয়ে অনেক মালয়েশিয়া প্রবাসী খরচের খাতায় করছেন কাটছাঁট। প্রবাসীদের দাবি, গ্রুপ টিকেটিং সিন্ডিকেটের কারণে লাফিয়ে লাফিয়ে বাড়ছে বিমানভাড়া। যদিও, ইতোমধ্যেই সিন্ডিকেট দমনে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পেরিয়ে গেছে ৬ মাস। অথচ এর পরেও আকাশ পথে ফেরেনি স্থিতিশীলতা। বিভিন্ন উৎসব-পার্বন বাদেও মাঝেমধ্যেই কয়েকগুণ বেড়ে যায় উড়োজাহাজ ভাড়া। এতে প্রতিনিয়তই ভুক্তভোগী হচ্ছেন প্রবাসীরা।

সম্প্রতি ঢাকা থেকে মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে উড়োজাহাজ ভাড়া বেড়েছে কয়েকগুণ। এমন পরিস্থিতিতে বাড়তি অর্থ দিয়েই টিকেট কিনতে বাধ্য হচ্ছেন মালয়েশিয়া প্রবাসীরা। অতিরিক্ত অর্থ যোগাতে অনেকে কাটছাঁট করছেন কেনাকাটায়, কেউবা করছেন ঋণ। আবার কিছু প্রবাসী বাধ্য হয়ে বাদ দিয়েছেন দেশে আসার পরিকল্পনা।

টিকেটের এই অস্বাভাবিক মূল্য বাড়ার প্রতিবাদে সম্প্রতি সংবাদ সম্মেলন করেছে কুয়ালালামপুর শাখার প্রবাসী অধিকার পরিষদ। মূল্য নিয়ন্ত্রণে সরকারকে আরো কঠোর হওয়ার দাবি তাদের।

সংশ্লিষ্টরা বলছেন কুয়ালালামপুর বিমানবন্দরের তুলনায় কয়েকগুণ বেশি চার্জ নেয় ঢাকা বিমানবন্দর। যা টিকিটের মূল্য বাড়ার অন্যতম কারণ। এছাড়াও গ্রুপ টিকেটিং সিন্ডিকেট বন্ধের পাশাপাশি চার্জ কমানোর ক্ষেত্রে সরকারকে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান সংশ্লিষ্টদের।

টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার । এছাড়াও যাত্রীর নাম, পাসপোর্ট কপি ও নম্বর ছাড়া যাতে টিকিট বুকিং করা না যায়, সেজন্য ব্যবস্থা নিতেও সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে ।

এএইচ