ভ্রমণপিপাসুদের ভিড়ে মালয়েশিয়ায় প্রবাসীদের রেস্টুরেন্ট ব্যবসা চাঙা

প্রবাস
0

বিদেশি ভ্রমণপিপাসুদের ভিড় বাড়তে থাকায় পর্যটন খাতকে আরো আকৃষ্ট করে তুলছে মালয়েশিয়া। ২০২৬ সালে ৩ কোটি ৫৬ লাখ বিদেশি পর্যটকের লক্ষ্য ঠিক করেছে দেশটি। পর্যটকদের আনাগোনায় ব্যবসা চাঙা প্রবাসী রেস্টুরেন্ট ব্যবসায়ীদের। তবে পোশাক ব্যবসায় ভিন্ন চিত্র।

পর্যটকদের অন্যতম পছন্দের গন্তব্য দক্ষিণ চীন সাগর লাগোয়া মালয়েশিয়া। ধারাবাহিক নানা উৎসবের কারণে ২০২৫ ও ২৬ সাল ঘিরে দেশটির পর্যটন খাতে ব্যাপক সম্ভাবনার হাতছানি। এরমধ্যে চলতি বছর হতে যাওয়া এশিয়ার অন্যতম রাজনৈতিক ও অর্থনৈতিক জোট আসিয়ানের ৪৬ তম সম্মেলন অন্যতম। এতে এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের মতো দেশগুলোর পর্যটক ভিড় বাড়বে বলে আশা করা হচ্ছে।

এরই মধ্যে ২০২৪ সালের তুলনায় ৩০ শতাংশ বাড়িয়ে ২০২৬ সালে ৩ কোটি ৫৬ লাখ বিদেশি ভ্রমণপিপাসুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মালয়েশিয়া সরকার। যা থেকে আয়ের প্রত্যাশা প্রায় ৩ কোটি ৩৪ লাখ মার্কিন ডলারের।

এই লক্ষ্য পূরণে ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে ‘ভিজিট মালয়েশিয়া টু-থাউজেন্ড টুয়েন্টি সিক্স’। এ আওতায় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়টায় বাড়তি আয়ের আশায় বাংলাদেশি ব্যবসায়ীরাও। তবে রেস্টুরেন্ট ব্যবসা ইতিবাচক অবস্থায় থাকলেও ভিন্ন বাস্তবতার মুখোমুখি পোশাক ব্যবসায়ীরা।

প্রবাসী পোশাক ব্যবসায়ী মো. নাঈম বলেন, ‘থাইল্যান্ড, চীন, ভারত থেকে আসছে তবে আগ্রহ পোশাক কেনায় নেই।’

প্রবাসী রেস্টুরেন্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, ‘আগের বছরের তুলনায় পর্যটকের সংখ্যা অনেক বেশি এবং আমাদের ব্যবসার প্রবৃদ্ধি ভালো হয়েছে।’

সম্প্রতি 'ভিজিট মালয়েশিয়া টু-থাউজেন্ড টুয়েন্টি সিক্স’ এর উদ্বোধন করে দেশটির প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে দিয়ে পর্যটন খাত ছাড়াও উপকৃত হবে পরিবহণ ব্যবসা, খুচরা এবং খাদ্য শিল্পও।

মালয়েশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, ‘আমাদের লক্ষ্য পরিষ্কার, আমাদের পরিবেশ এবং সম্প্রদায়ের জন্য পর্যটন খাতকে টেকসইভাবে উন্নীত করা। যা দর্শনার্থীদের অর্থবহ এবং স্মরণীয় অভিজ্ঞতা দেয়ার পাশাপাশি আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর বড় উপায় হিসেবে কাজ করবে।’

আমাদের লক্ষ্য পরিষ্কার, আমাদের পরিবেশ এবং সম্প্রদায়ের জন্য পর্যটন খাতকে টেকসইভাবে উন্নীত করা। যা দর্শনার্থীদের অর্থবহ এবং স্মরণীয় অভিজ্ঞতা দেয়ার পাশাপাশি আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর বড় উপায় হিসেবে কাজ করবে।

পরিসংখ্যান তথ্য বলছে, অনুযায়ী আসিয়ান দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ভ্রমণপিপাসুর আনাগোনা রয়েছে মালয়েশিয়ায়। ২০২৪ সালে দুই কোটি ৭৩ লাখ বিদেশি পর্যটনের লক্ষ্যমাত্রা থাকলেও ওই বছর দেশটিতে ভ্রমণ করেছিলেন ৩ কোটি ৮০ লাখ পর্যটক। বিদেশি পর্যটকদের ভিড় দিন দিন বাড়তে থাকায় সেবা খাতে কর্মরত প্রবাসীদের ব্যস্ততাও বাড়ে, সুযোগ হয় বাড়তি আয়ের।

এএম