প্রবাস
0

কাতারে শেষ হলো চার দিনব্যাপী বিজয় মেলা

কাতারে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে শেষ হলো ৪ দিন ব্যাপী বিজয় মেলা ও বাংলাদেশ ট্রেড, রিয়েল এস্টেট, রেমিট্যান্স ফেয়ার। মেলায় বাংলাদেশি ৫০টিরও বেশি প্রতিষ্ঠান নিয়ে অংশ নিয়েছে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।

কাতারে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে দোহা আবু হামুর বাংলাদেশ এম এইচ এম স্কুল অ্যান্ড কলেজ মাঠে শুরু হওয়া চার দিনের বিজয় মেলা ও বাংলাদেশ ট্রেড, রিয়েল এস্টেট, রেমিট্যান্স ফেয়ার শেষ হয়েছে।

মেলায় শাড়ি, জুতা, ব্যাগ, গহনা, বাচ্চাদের কাপড়, কসমেটিক, ঘর সাজানো সামগ্রী, খাবারের দোকান সাজিয়ে বসে ছিলেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।

মেলার শেষদিন প্রবাসী বাংলাদেশিদের পদচারণায় মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ। কাতারে বসবাসরত স্থানীয় প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশ থেকে আসা শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল মনোমুগ্ধকর। এ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয় মেলা প্রাঙ্গণ। প্রবাসের মাটিতে এইরকম জমজমাট মেলা দেখে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা।

চার দিন ব্যাপী মেলায় হাজার প্রবাসী বাংলাদেশি অংশ নিয়েছেন। প্রবাসী বাংলাদেশিদের আনন্দ দেয়ার জন্য এইরকম আয়োজন বলে জানালেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম বলেন, ‘প্রবাসী সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই কারণ তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ আয়োজন শতভাগ সফল হয়েছে। তাদের অব্যাহত সমর্থন পেলে আমরা ভবিষ্যতেও এমন আয়োজন করব।’

মেলায় অংশ নিয়েছে বাংলাদেশি ৫০ টিরও বেশি প্রতিষ্ঠান। বাণিজ্য মেলায় জোর দেয়া হয়েছে আবাসন খাত, তৈরি পোশাক খাত, পাট, ব্যাংকিং, খাদ্যপণ্য, কৃষি, চিকিৎসা ও পর্যটন খাতকে। মেলায় অংশ নেয়া সেরা স্টল দাতাদের আকর্ষণীয় পুরস্কার দেয়া হয়।

এএম

এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!