প্রবাস
0

সৌদি প্রবাসী বিক্রেতাদের ব্যবসায় ভাটা

গেল ঈদে ব্যবসা ভালো হলেও এখন তেমন বিক্রি নেই সৌদিপ্রবাসী ব্যবসায়ীদের। রাজধানী রিয়াদের বাথা কমার্শিয়াল মার্কেট, ইয়েমেনি, কেরালা মার্কেট, এমনকি জেদ্দা-দাম্মামেও অলস সময় পার করছেন দোকানিরা।

বেশ কিছুদিন টানা বৃষ্টির পর রোদ উঠেছে সৌদি আরবে। কিছুদিন আগেই কম্বল আর শীতের পোশাক দোকানে তুলেছিলেন যারা, তাপমাত্রা বাড়তে থাকায় হতাশ সেই ব্যবসায়ীরা।

রাজধানী রিয়াদের পাশাপাশি মক্কা, মদিনা, জেদ্দা, দাম্মামসহ বিভিন্ন শহরে ব্যবসা জমে ওঠে মূলত ওমরাহ বা ভিজিট ভিসায় আসা দর্শনার্থীদের কারণে। পবিত্র হজ সামনে রেখে নতুন করে ওমরাহ ভিসা বন্ধ বলে কমেছে ক্রেতা। এতে দোকান ভাড়া দিতেই হিমশিম খাচ্ছেন দোকানিরা।

তারা বলেন, 'আমাদের বেচাকেনা অনেকটা কমে আসছে। আগের মতো ক্রেতা নাই। ওমরা ভিসা চালু থাকলে আমাদের বিক্রি ভালো হয়। অনেকে বেড়াতে এসে কেনাকাটা করে। আশা করছি ঈদের পরে দোকান আবার জমজমাট হবে।

ওমরাহ'র মৌসুমে কম্বল, জায়নামাজ, তসবিহ, টুপি, বোরখাসহ নানা ধরনের পোশাক আর বাচ্চাদের স্কুল ব্যাগ বেশি বিক্রি হয় বলে জানান ব্যবসায়ীরা। রিয়াদের বাথায় এসব পণ্যের কয়েকশ' দোকানে কাজ করেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইয়েমেনসহ বিভিন্ন দেশের প্রবাসীরা।

ব্যবসায়ীয়ের আশা, পবিত্র ঈদুল আজহা শেষে হাজীদের দেশে ফেরার সময় এবং আবার ওমরাহ ভিসা চালু হলে জমে উঠবে ব্যবসা, বাড়বে ক্রেতা।