স্মার্ট বাংলাদেশ গড়ার অগ্রযাত্রার পথে ডিজিটাল পাসপোর্টের পরিবর্তে ৪ বছর আগে ই-পাসপোর্টের যুগে প্রবেশ করে বাংলাদেশ। এরপর বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের ই-পাসপোর্ট সেবা দেওয়া শুরু করে সরকার, এবার এই সেবা পেতে যাচ্ছেন মালয়েশিয়া প্রবাসীরাও। এরইমধ্যে আগ্রহীদের দেয়া হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। নতুন পাসপোর্ট বানানোর পাশাপাশি নবায়নও করা যাবে মালয়েশিয়া থেকেই।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব এর আনুষ্ঠানিক উদ্বোধন করে জানান, ৪৪ তম মিশন হিসেবে মালয়েশিয়ায় এই সেবা চালু হয়েছে, ভবিষ্যতে আরও ৩৬টি মিশনে এ সেবা শুরু হবে। একজন নবাগত শিশুর আবেদনের মাধ্যমে চালু হয় ই-পাসপোর্ট সেবা। সাধারণ কর্মী ও অন্যান্য পেশাজীবীদের বিভক্ত করে আলাদা ফি নির্ধারণ করা হয়েছে।
মালয়েশিয়ার হাইকমিশনার মো. শামীম আহসান বলেন, 'প্রবাসীদেরকে সেবা দেয়ার জন্য আমরা সব সময় সচেষ্ট থাকবো। শুধুমাত্র পাসপোর্ট ও ভিসা নয়, সব ধরনের সেবা দিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।'
ই-পাসপোর্ট সেবা দিতে হাইকমিশনের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে এক্সপার্ট সার্ভিসেস । তাদেরি দেওয়া হাটলাইন নম্বরে কল করে আগে থেকেই নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট।
এক্সপার্ট সার্ভিসেসের পরিচালক এস এম আরমান পারভেজ বলেন, 'আপনারা সরাসরি কল সেন্টারে কল দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। এর তারিখ অনুযায়ী আমাদের এখানে আসবেন, আমরাই সব কাজ করে দিবো। অন্যত্র দ্বারস্থ হওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আমরাই সরকার নিযুক্ত একমাত্র প্রতিষ্ঠান।'
দেরিতে হলেও স্বপ্নের ই-পাসপোর্ট পাওয়ার খবরে খুশি প্রবাসীরা। এর মাধ্যমে প্রবাসে নিজেদের সম্মান আরও বৃদ্ধি পাওয়ার আশা তাদের। তারা বলেন, আমাদের একটাই দাবি ভিসা যে নামে আছে ই-পাসপোর্টটা যেন ঐ নামে দেয়া হয়। এর সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জানাই। এর ফলে আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারবো।
নতুন করে আবেদন করতে অবশ্যই জমা দিতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন, সাথে পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের কপিও। নবায়নের জন্য দরকার হবে পুরনো পাসপোর্ট, ভিসা অথবা পুলিশ রিপোর্ট।