অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসপাতালের পালমোনলজিস্ট ডা. মো. কামরুল হাসান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানের পালমোনলজিস্ট ডা. মো. দেলোয়ার হোসেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ডা. মো. জহিরুল ইসলাম শাকিল। বিশেষজ্ঞ মতামত প্রদান করেন সংগঠনটির সহ সভাপতি অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ডা. গোলাম সরোয়ার লিয়াকোত হোসেন ভূঁইয়া বিদ্যুৎ, কার্যকরী সদস্য ডা. মো. জিয়াউল করিম এবং ডা. কাজী মোহাম্মদ আরিফুল কবীর।
সভাপতির বক্তব্যে ডা. আয়শা আক্তার উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।





