দেশে প্রথমবার প্যালিয়েটিভ কেয়ার কর্মশালার উদ্বোধন

স্বাস্থ্য
0

বারডেম জেনারেল হাসপাতালে যুক্তরাজ্যের সেন্ট ক্লেয়ার হসপিটালের সহায়তায় দেশে প্রথমবারের মতো প্যালিয়েটিভ কেয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার, ১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টায় হাসপাতালের অডিটোরিয়ামে তিনদিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফ উদ্দিন।

অনুষ্ঠানে বাংলাদেশ ডায়েবেটিক সমিতির যুগ্ম মহাসচিব অধ্যাপক রশিদ-ই-মাহবুব, বারডেম জেনারেল হাসপাতালের বিভিন্ন বিভাগের পরিচালক, বিভাগীয় প্রধানরাসহ বিশিষ্ট চিকিৎসকরা ও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় দেশি ও বিদেশি বিশেষজ্ঞরা প্যালিয়েটিভ কেয়ারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ আয়োজন আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

এ কর্মশালার মাধ্যমে দেশে প্যালিয়েটিভ কেয়ারের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মত দিয়েছেন বিশিষ্টজনরা। জেরিয়াট্রিক ডে কেয়ার সার্ভিসের মতো যুগোপযোগী চিকিৎসা সেবার সাথে প্যালিয়েটিভ কেয়ার চালুর মাধ্যমে বারডেম জেনারেল হাসপাতাল আবারো দেশের স্বাস্থ্য খাতে অসামান্য অবদান রাখতে যাচ্ছে বলে আশা করছেন উদ্যোক্তারা।

এসএস