শীতে কাঁপছে চুয়াডাঙ্গা; তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে

শীতে আগুন জ্বালিয়ে নিজেদের উষ্ণ রাখার চেষ্টা করছেন গ্রামের কয়েকজন মানুষ
শীতে আগুন জ্বালিয়ে নিজেদের উষ্ণ রাখার চেষ্টা করছেন গ্রামের কয়েকজন মানুষ | ছবি: এখন টিভি
0

ঘন কুয়াশা ও হিমেল বাতাসে কাঁপছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। আজ (মঙ্গলবার, ২৩ ডিসেম্বর) সকালে চুয়াডাঙ্গায় রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড শীতে নিম্নআয়ের মানুষের ভোগান্তি বেড়েছে। সেইসঙ্গে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।

কয়েক দিন ধরেই এ জেলায় সকাল-সন্ধ্যায় তাপমাত্রার তারতম্য বেশি অনুভূত হচ্ছে। মেঘলা আকাশ, ঘন কুয়াশা ও হিমেল বাতাসে জেলায় শীতের তীব্রতা বেড়েছে।

দিনভর রোদের অভাবে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল মানুষ। খেটে খাওয়া শ্রমজীবী ও নিন্ম আয়ের মানুষেরও ভোগান্তির শেষ নেই।

জেলা আঞ্চলিক আবহাওয়া অফিস জানায়, গত দুই দিন ধরে জেলার তাপমাত্রা ধারাবাহিকভাবে কমছে। আকাশ মেঘলা থাকায় সূর্যের দেখা না মেলায় দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে গেছে। এতে শীতের অনুভূতি আরও বেড়েছে।

আরও পড়ুন:

এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। এছাড়া হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যাও বাড়ছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত সপ্তাহের তুলনায় শিশুদের ডায়রিয়া, সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের রোগী বেড়েছে। বিশেষ করে, রোটা ভাইরাসজনিত ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে।

এসএইচ