ঢাকায় নামছে তাপমাত্রা, রাত থেকেই বইবে হালকা শীতের আমেজ

ঢাকায় শীতের আমেজ
ঢাকায় শীতের আমেজ | ছবি: সংগৃহীত
0

উত্তরাঞ্চলের পাশাপাশি রাজধানী ঢাকাতেও শীতের আগমনী বার্তা মিলতে শুরু করেছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, আজ (বুধবার, ১২ নভেম্বর) রাত এবং আগামীকাল রাতে (বৃহস্পতিবার, ১৩ নভেম্বর) ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।

বিডব্লিউওটির তথ্য অনুযায়ী, রাজধানীতে আজ রাত থেকে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। এতে ঢাকাবাসী হালকা শীতের অনুভূতি পাবেন। তবে এই তাপমাত্রা পতন দীর্ঘস্থায়ী হবে না বলে জানিয়েছে সংস্থাটি।

আগামী ১৫ নভেম্বর থেকে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা আবারও সামান্য বাড়তে পারে—প্রায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ফলে সে সময় শীতের তীব্রতা কিছুটা কমবে বলে ধারণা করা হচ্ছে।

বিডব্লিউওটি আরও জানায়, দিনের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তন হবে না। চলতি নভেম্বর মাসজুড়ে রাজধানী ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। অর্থাৎ, দিনের বেলা স্বাভাবিক উষ্ণতা থাকলেও রাতের দিকে পড়বে হালকা শীত।

বুধবার সকালে ঢাকার তাপমাত্রা নেমে এসেছে ২০ ডিগ্রি সেলসিয়াসে, যা গত কয়েকদিনের তুলনায় কিছুটা কম। আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ু উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে বইতে শুরু করায় রাতের তাপমাত্রা দ্রুত হ্রাস পাচ্ছে, যা রাজধানীতে শীতের আগমন স্পষ্ট করে তুলছে।

এএইচ