পরিবেশ ও জলবায়ু
0

ভোর থেকে রাজধানীতে ঝুম বৃষ্টি

সাপ্তাহিক ছুটির দিনে (শনিবার, ৩ আগস্ট) ভোর থেকেই রাজধানীতে ঝুম বৃষ্টি হয়েছে। এর ফলে রাজধানীর অনেক সড়কে জমে গেছে পানি। তবে, সকাল ৭টার দিকে বৃষ্টির পরিমাণ কমে আসে। কাজের প্রয়োজনে অনেককে ঘর থেকে বের হতেও দেখা গেছে।

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী এক সপ্তাহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি আরও জানায়, আগামী রবিবার (৪ আগস্ট) ও সোমবার (৫ আগস্ট) উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত কিছুটা কমতে পারে।

সোমবার থেকে ফের বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ। হতে পারে ভারি বৃষ্টিপাত। যার প্রভাবে পাহাড়ি এলাকায় ভূমিধসের সাথে বজ্রপাতের মতো ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর