পরিবেশ ও জলবায়ু
0

এপ্রিলে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকতে পারে: আবহাওয়া অফিস

আবহাওয়া অধিদপ্তর আজ শনিবার (২০ এপ্রিল) থেকে দেশব্যাপী পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাস জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, তাপপ্রবাহের সতর্কতা আরও কয়েকদিন জারি থাকবে। আর এপ্রিল মাসজুড়েই তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে পূর্বাভাসে বলা হয়, রাজশাহী পাবনা ও টাঙ্গাইলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং চাঁদপুর ও মৌলভীবাজারসহ ঢাকা-রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এছাড়া আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক সর্তকবার্তায় বলা হয়, ‘এই সময়ের মধ্যে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।’