এখন ভোট
0

নির্বাচনে ভোট পড়েছে ৪১.৮ শতাংশ : সিইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ সোমবার (৮ জানুয়ারি) দুপুরে ইসি ভবনে এ তথ্য জানান তিনি।

এসময় সিইসি বলেন, ‘যদি মনে করেন নির্বাচনে ফলাফলের হার বাড়িয়ে দেয়া হয়েছে তবে ওয়েলকাম, যে কেউ চ্যালেঞ্জ করতে পারেন।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় জাপান অভিনন্দন জানিয়েছে। বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত যে কোন সহযোগিতার জন্য জাপান প্রস্তুত রয়েছে।’