আজ (বৃহস্পতিবার, ৬ জুন) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানায় সংগঠনটি।
এফবিসিসিআইয়ের সভাপতি মো. মাহবুবুল আলম বলেন, ‘বিশ্ব অর্থনীতির মন্দার সময় এই প্রস্তাবিত বাজেট জনবান্ধব। বাজেট যৌক্তিক ও বাস্তবসম্মত হয়েছে।’
তিনি বলেন, ‘সরকারি বেসরকারি প্রতিষ্ঠা চেষ্টা করলে এ বাজেট বাস্তবায়নযোগ্য। বাজেটে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছে সরকার।'
সংগঠনটির সভাপতি বলেন, 'ঘাটতি বাজেট পূরণে সরকার দেশীয় ব্যাংক থেকে ঋণ নিলে ব্যবসায়ীরা ঋণ পাবে না। তাই বিদেশ থেকে ঋণ নিতে সরকারকে আহ্বান জানাচ্ছি।'