তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে নতুন কোনো সিদ্ধান্ত নেই। যেহেতু প্রাথমিকের সব ক্লাস সকালে হবে, তাই প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, তীব্র গরমের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সাথে পরামর্শ করে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
তবে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শীতাতাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে সেই সকল প্রতিষ্ঠান কর্তৃপক্ষ চাইলে খোলা রাখতে পারবে। আগামীকাল পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
ঈদের ছুটি এবং তাপপ্রবাহের কারণে পরবর্তীতে দেওয়া ছুটি শেষে আজ সারাদেশের স্কুল-কলেজ খুলেছে। এদিন সকাল থেকেই শিক্ষার্থীরা স্কুলে আসতে শুরু করে। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজেও আজ শুরু হয়েছে ক্লাস। তবে ক্লাস চললেও শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধ রয়েছে অ্যাসেম্বলি।
এদিকে আরও তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ওপর দিয়ে চলমান দাবদাহ আজ (রোববার, ২৮ এপ্রিল) থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এছাড়া জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অফিস আশঙ্কা প্রকাশ করে বলছে, বাংলাদেশের সব স্থানে দীর্ঘতম সময়ের তাপদাহ শেষ হওয়ার পর আগামী মাসে দেশে সর্বোচ্চ তাপমাত্রা সর্বকালের রেকর্ড ভেঙে দিতে পারে।
দেশে গত ১ এপ্রিল থেকে তাপপ্রবাহ রয়েছে। এ অবস্থা পরবর্তী মাসজুড়েও অব্যাহত থাকবে বলে আবহাওয়া অফিস সতর্ক করেছে।
এরই মধ্যে দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ অব্যাহত থাকার ৭৬ বছরের রেকর্ড ভেঙেছে এবার। তবে এই সময় আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।