সারাদেশে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার ৩ হাজার ৭০০টি কেন্দ্রে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের নিজ নিজ কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষা শেষে ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।’
এদিকে পরীক্ষার্থীদের সহায়তায় রাজধানীতে ডিএমপি’র কুইক রেসপন্স টিম প্রস্তুত রয়েছে। পরীক্ষার্থীদের যেকোন প্রয়োজনে এই টিম কাজ করছে।
এবার অনলাইনে আগেভাগেই আসন বন্টনের তথ্য দেয়ায় সহজেই নির্দিষ্ট কক্ষ খুঁজে পান পরীক্ষার্থীরা। পরীক্ষার এমন সুন্দর পরিবেশ দেখে স্বস্তির কথা জানান অভিভাবকরা। তারা বলেন, সুন্দর পরিবেশে বাচ্চারা পরীক্ষা দিচ্ছে। আমাদেরও ভালো লাগছে। এসময় প্রশ্নপত্র যেন ফাঁস না হয় সে বিষয়ে নজরদারির আহ্বান জানান অভিভাবকরা।
এবার প্রশ্নফাঁস রোধ ও শৃঙ্খলা রক্ষায় পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রের ফটক খোলা হয়। এরপর একে একে প্রবেশ করেন পরীক্ষার্থীরা।
পরীক্ষা শুরুর পর কেন্দ্র ঘুরে দেখেন জেলা প্রশাসক ও বোর্ড চেয়ারম্যানরা। সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে বলে তারা জানান।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারায়ণ চন্দ্র নাথ বলেন, ‘প্রস্তুতি ভালো ছিলো, শুরুটাও ভালো হয়েছে। আর প্রশ্নপত্র ফাঁসের ঘটনাও ঘটেনি। সব পরীক্ষার্থী ভালোভাবেই পরীক্ষায় অংশ নিয়েছে।’
ময়মনসিংহের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, আমরা আশা করছি, পরীক্ষাগুলো সুষ্ঠু পরিবেশে সুন্দরভাবে অনুষ্ঠিত হবে।