ময়মনসিংহে ট্রাক চাপায় সিএনজি চালকসহ নিহত ৩

এখন জনপদে
0

ময়মনসিংহ-শেরপুর সড়কের ফুলপুরের মাড়াদেওরা এলাকায় ট্রাক চাপায় সিএনজি চালকসসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩জন। আজ (সোমবার, ১০ মার্চ) এ দুর্ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

পুলিশ জানায়, সোমবার সকাল ৯টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের ফুলপুরের মাড়াদেওরা এলাকায় একটি বালু ভর্তি ট্রাক ফুলপুরগামী একটি সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হয় তিন যাত্রী। আহত হয় চালকসহ আরো তিনজন। আহতদের উদ্ধার করে আশংকাজনক অবস্থায় প্রথমে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রং সাইডে এসে সিএনজিকে চাপা দেয়। সম্ভবত ট্রাক চালক ঘুমিয়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা স্থানীয়দের। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাদি জানান, ঘাতক ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আহত তিনজনের মধ্যে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

এএইচ