পুঁজিবাজার
অর্থনীতি
0

‘পুঁজিবাজার অস্থিতিশীলকারীদের ছাড় দেওয়া হবে না’

সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্লাটফর্মে গুজব ছড়িয়ে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের ক্ষতি করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি। আজ (শনিবার, ২৭ এপ্রিল) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন সংস্থাটির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ। তিনি জানান, পুঁজিবাজার অস্থিতিশীলকারীদের ছাড় দেওয়া হবে না।

পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মামলার প্রেক্ষিতে তদন্ত করে এ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। চক্রটি ফেসবুকসহ অনলাইনে গ্রুপ খুলে অপপ্রচার চালাত। তাদের নামে একাধিক মামলাও আছে।

ডিবিপ্রধান বলেন, ‘নিজেদের স্বার্থের কারণে বিভিন্ন সামাজিক ও গোপন মাধ্যমে গুজব ছড়িয়ে বিনিয়োগকারীদের ক্ষতি করে আসছিল গ্রেপ্তারকৃত তিনজন। শেয়ারের দাম নিয়ে কারসাজি ও গুজব রটাতো তারা। এক্সচেঞ্জ কমিশনের মামলার পর তদন্ত করে এ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

হারুন অর রশীদ বলেন, ‘তাদের সঙ্গে এসব কাজে সম্পর্ক আছে এরকম আরও কয়েকজনের তথ্য পাওয়া গেছে। তাদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে আরও তদন্ত করা হচ্ছে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবির এই কর্মকর্তা বলেন, ‘গ্রেপ্তারকৃত তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এসব ঘটনায় আরও যারা জড়িত রয়েছে তাদেরও আইনের আওতায় আনা হবে। সাধারণ বিনিয়োগকারীদের উস্কানি দিয়ে পুঁজিবাজার অস্থিতিশীলকারীদের ছাড় দেওয়া হবে না।’

আসু