পরিষেবা
অর্থনীতি
0

তামাকের ওপর কর বাড়াতে এনবিআরের প্রতি প্রাণিসম্পদ উপদেষ্টার আহ্বান

আগামী বাজেটে তামাকের উপর কর বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার।

আজ (বুধবার, ১৫ জানুয়ারি) দুপুরে বিএনটিটিপির উদ্যোগে জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক কর নীতি বাস্তবায়নের প্রতিবন্ধকতা ও করণীয় এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, 'তামাক চাষের ফলে দেশের বেশ কয়েকটি নদীর মাছ ক্ষতিগ্রস্ত ও নষ্ট হচ্ছে।'

আলোচনা সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান বলেন, 'তামাক আইন প্রয়োগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠিন হওয়া উচিত। পাশাপাশি তামাকের লাগাম টানতে এনবিআরকে এগিয়ে আসতে হবে।'

এসময় অন্যান্য আলোচকরা জানান, প্রতিবছর তামাকের দাম বাড়লেও সে অনুযায়ী কর বাড়ানো হয় না। এছাড়া ধূমপানের প্যাকেটে নির্দিষ্ট মূল্য না থাকায় সিগারেট প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো বছরে কোটি কোটি বেশি আয় করে বলে অভিযোগ করেন তারা।

এসএস