পরিষেবা
অর্থনীতি
0

বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হলেন আব্দুল মুয়ীদ চৌধুরী

বাংলাদেশ বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন আব্দুল মুয়ীদ চৌধুরী। গতকাল (রোববার, ১৮ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে সই করেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব রুমানা ইয়াসমিন।

এতে অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীনকে এ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। আব্দুল মুয়ীদ চৌধুরী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ছিলেন।

উল্লেখ্য, আব্দুল মুয়ীদ চৌধুরী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে ১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তার সুদীর্ঘ কর্মজীবনে রাষ্ট্র ও মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পেশাগত দায়িত্ব পালন করেছেন।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর