আজ (মঙ্গলবার, ২ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর কারওরান বাজারে বিইআরসির কার্যালয়ে এ দাম ঘোষণা হয়।
এর আগে সবশেষ ৩ জুন ৩০ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
চলতি বছরের এপ্রিল পর্যন্ত কয়েক দফায় বাড়ানো হয় এলপিজির দাম। পরে গত ৩ এপ্রিল ভোক্তাপর্যায়ে ১২ কেজির সিলিন্ডারে মূল্য ৪০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৪৪২ টাকা।
এরপর ২ মে আরও ৪৯ টাকা কমিয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ধরা হয় ১ হাজার ৩৯৩ টাকা।