পরিষেবা
অর্থনীতি
0

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪৪ হাজার ও বঙ্গবন্ধু সেতুতে ৫৪ হাজার গাড়ি পার

পদ্মা সেতুতে গত ২৪ ঘণ্টায় (রাত ১২ টা পর্যন্ত) ৪৪ হাজার ৩৩টি গাড়ি পার হয়েছে। একই সময়ে বঙ্গবন্ধু সেতু দিয়ে ৫৩ হাজার ৭০৮টি যানবাহন পারাপার হয়েছে। দুই সেতু কর্তৃপক্ষের তথ্যে এটি জানা গেছে।

ঈদ যাত্রার শেষ মুহূর্তে নাড়ির টানে বাড়ি ফিরছে লাখ লাখ মানুষ। এতে সব সড়ক-মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে চলেছে।

পদ্মা সেতু কর্তৃপক্ষের দেয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪ কোটি ৮০ লাখ ৩০ হাজার ১০০ টাকা টোল আদায় হয়েছে।

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ৭০৮টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা। যা এবারের ঈদ যাত্রায় সর্বোচ্চ।

বঙ্গবন্ধু সেতু সূত্র জানায়, স্বাভাবিক সময়ে ২৪ ঘণ্টায় ১৮ থেকে ২০ হাজার যানবাহন সেতু পারাপার হলেও ঈদ যাত্রাকে কেন্দ্র করে তা বাড়তে থাকে। গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ৩৩ হাজার ২৫টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৬ লাখ ৪০ হাজার টাকা। সেতুর পশ্চিম প্রান্তে ২০ হাজার ৬৮৩ টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৪ লাখ ২৩ হাজার ৪০০ টাকা।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, 'স্বাভাবিক সময়ে সেতুর উভয় প্রান্তে ১২টি বুতের মাধ্যমে টোল আদায় করা হলেও ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে উভয় প্রান্তে আলাদা মোটরসাইকেলের লেনসহ ১৮টি বুথের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে।'

তিনি বলেন, 'বিগত দিনের তুলনায় কোরবানির ঈদকে ঘিরে মহাসড়কে গরুবাহী ট্রাক, পিকআপ ও যাত্রীবাহী বাসের সংখ্যা বাড়ছে। এছাড়াও উত্তরবঙ্গ থেকে ফলবাহী ট্রাকের সংখ্যা বাড়ছে।'

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর