এদিন ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা। পদ্মা সেতু উদ্বোধনের পর একদিনে এটিই সর্বোচ্চ টোল আদায়।
মঙ্গলবার সেতুর মাওয়া প্রান্ত হয়ে সেতু দিয়ে যানবাহন পার হয়েছে ৩০ হাজার ৩৩০ টি। আর জাজিরা প্রান্ত হয়ে যানবাহন চলেছে ১৪ হাজার ৮৭৪টি। এতে করে মাওয়া প্রান্তে ২ কোটি ৭৬ লাখ ৩৭ হাজার ৯০০ টাকা আর জাজিরা প্রান্তে ২ কোটি ১৩ লাখ ৫৬ হাজার ৮০০ টাকা আয় হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে পদ্মা সেতু দিয়ে সর্বোচ্চ টোল আদায় হয়েছিল ২০২৩ সালের ২৭ জুন। ৪৩ হাজার ১৩৭ টি যানবাহন পারাপার করে সেতুর টোল আদায় হয়েছিল ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩শ' টাকা।