পরিষেবা
অর্থনীতি
সাগরের তলদেশ দিয়ে পাইপলাইনে ক্রুড অয়েল পৌঁছালো ইস্টার্ন রিফাইনারিতে
দেশের ইতিহাসে প্রথমাবেরর মতো সাগরের তলদেশ দিয়ে পাইপলাইনে অপরিশোধিত জ্বালানি তেল বা ক্রুড অয়েলের পরিবহন শুরু হয়েছে। রবিবার (১০ মার্চ) দুপুরে মহেশখালী থেকে পাইপলাইনে ক্রুড অয়েল এসে পৌঁছেছে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে।

ইস্টার্ন রিফাইনারি সংশ্লিষ্টরা এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে 'সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম): উইথ ডাবল পাইপলাইন' প্রকল্পের দ্বিতীয় পাইপলাইন দিয়ে ক্রুড অয়েল পাম্প শুরু হয়।

সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটি প্রায় ১১০ কিলোমিটার দীর্ঘ। মহেশখালী থেকে ইস্টার্ন রিফাইনারি অংশে সাগরের তলদেশে স্থাপন করা হয়েছে ৯৪ কিলোমিটার দৈর্ঘ্যের দুটি পাইপলাইন। এই পাইপলাইনগুলো ১৮ ইঞ্চি ব্যাসের। এই দুই পাইপলাইনের একটিতে ডিজেল ও অপরটিতে ক্রড অয়েল পরিবহন করা হচ্ছে।

প্রকল্পটির নির্মাণে ব্যয় হয়েছে ৭ হাজার ১২৪ কোটি টাকা। এর মধ্যে বিপিসি, বাংলাদেশ সরকার ও চাইনিজ এক্সিম ব্যাংক অর্থায়ন করেছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রকল্পটির কার্যক্রম পুরোদমে শুরু হলে বঙ্গোপসাগরের বহির্নোঙ্গর থেকে ইস্টার্ন রিফাইনারি পর্যন্ত লাইটার জাহাজের মাধ্যমে জ্বালানি তেল পরিবহন কমে যাবে। এতে করে প্রতিবছর প্রায় ৮০০ কোটি টাকা সাশ্রয় হবে সরকারের।

আসু