১৩৪৫ কোটি টাকা লাভ দিয়ে বছর শুরু সোনালী ব্যাংকের

পরিষেবা
অর্থনীতি
0

খেলাপিতে বিপন্ন সোনালী ব্যাংক যেনো ধীরে ধীরে বকেয়া পীড়ন থেকে নিজেকে বের করে নিয়ে আসতে চাইছে।

বছরের শুরুতে ঋণ খেলাপির কাছ থেকে ২৭০ কোটি টাকা আদায়, দেড় লাখ কোটি টাকা আমানত, আর পরিচালনায় ১৩৪৫ কোটি টাকা লাভ দিয়ে বছর শুরু করেছে ব্যাংকটি।

আর্থিক খাতের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিলো সদ্য বিদায়ী বছরটি। বৈশ্বিক ঘটনা দুর্ঘটনা সংঘাতের হাওয়ায় উত্থান-পতনে কেটেছে ব্যাংক খাত। বছর শেষে তারল্য মূলধন সংকটে পড়ে অনেক ব্যাংকই দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের কাছে।

এমন পরিস্থিতিতেও ইতিবাচক উন্নতি করেছে রাষ্ট্রায়ত্ত্ব সোনালী ব্যাংক। আমানতের পরিমাণ ১ লাখ ৫০ হাজার ৭৩৭ কোটি টাকার সাথে, ২০২৩ সালে ১১৬৭ কোটি টাকা খেলাপি ঋণ আদায় করেছে ব্যাংকটি, যেখানে শীর্ষ ২০ জন খেলাপির কাছ থেকে এসেছে ২৭০ কোটি টাকা। এছাড়া অর্থনীতির চাপে থাকা সত্ত্বেও ২০২২ এর তুলনায় ২০২৩ সালে ঋণ প্রবৃদ্ধি ১৯ শতাংশ। এসএমই খাত আগের বছরের তুলনায় ঋণ দেয়া হয়েছে ৮ শতাংশ বেশি।

সোনালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম বলেন, ‘আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে, আমরা চাচ্ছি যেন ঋণ খেলাপি না হয়। আপনারা জানেন ২৭০ কোটি টাকা আদায় করেছি এটা কিন্তু আগের থেকে অনেক ভালো।’

পরিচালনা খাতে ২০২৩ এ ব্যাংকটির লাভ ৩ হাজার ৭২৬ কোটি টাকা। আর ঋণ থেকে আসা লাভের অংশ ৮২৭ কোটি টাকা।

সোমবার (১ জানুয়ারি) সংবাদ সম্মেলনে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, আমানতকারীদের স্বার্থে আর্থিক খাতে সুশাসন নিশ্চিতের কোন বিকল্প নেই। ২০১৯ সালের পর থেকে কিন্তু সরকার নতুন করে ফান্ডিং চেক করেনি। তা সত্ত্বেও আমরা ক্যাপিটাল স্বচ্ছল। আমাদের ৬ হাজার ৯০০ থেকে কমিয়ে ৪ হাজার ৪০০ কোটি টাকায় নামিয়ে এনেছি।

ডিজিটাল পদ্ধতিতে সেবা বাড়ানোর পর রেমিট্যান্সের বেড়েছে গতি। তবে নির্ধারিত মূল্য না মেনে অনেক ব্যাংক অতি মুনাফার আশায় বেশি দামে ডলার বিক্রি করলেও শাস্তিমুলক ব্যবস্থা নেয়ার কোন এখতিয়ার নেই এবিবি ও বাফেদার, জানান সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও বাফেদার চেয়ারম্যান।

মালদ্বীপে নতুন রেমিট্যান্স এক্সচেঞ্জ করার কথা জানিয়ে এবিবি বাফেদার নির্ধারিত দাম ব্যাংকগুলোতে মানার অনুরোধ করেন আফজাল করিম।

সুশাসন ও খেলাপি ঋণ আদায় নিশ্চিত করা গেলে নতুন বছরে মূলধন সংকট আরও কমানো সম্ভব হবে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত্ব সবচেয়ে বড় এই বাণিজ্যিক ব্যাংক।